হোম > অপরাধ > ময়মনসিংহ

তরুণের মাকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ২

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মহানগরীতে প্রেম করে তরুণীকে নিয়ে পালিয়ে যাওয়ার জেরে তরুণের মাকে হাত-পা বেঁধে শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে লাইলী নামের ওই নারীর গায়ে আগুন ধরিয়ে দেন মেয়ের মা তাঁর সহযোগীরা। পরে রাতে গৃহবধূর স্বামীর করা মামলায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন মো. জাহাঙ্গীর (৩৫) ও তাঁর স্ত্রী আছমা আক্তার (৩২)।

এর আগে মঙ্গলবার রাতে লাইলীর স্বামী আব্দুর রশিদ আটজনকে আসামি করে মামলা করেন। অন্য আসামিরা হলেন মেয়ের বাবা খোকন মিয়া কাজল ও মা নাসিমা আক্তার কনা এবং কামাল মিয়া, বাবুল, কামালের স্ত্রী নাসিমা আক্তার বৃষ্টি ও বাবুলের স্ত্রী রোমানা।  

মামলার বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের চরঈশ্বরদিয়া গ্রামের সিরাজুল ইসলামের (২০) সঙ্গে প্রতিবেশী খুকি আক্তারের (১৮) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবার সে সম্পর্ক মেনে নিচ্ছিল না। গত রোববার তাঁরা দুজনে বাড়ি থেকে পালিয়ে যান। এতে ক্ষিপ্ত হয় মেয়ের পরিবারের লোকজন। মেয়েকে খুঁজে না পেয়ে মঙ্গলবার বাড়িতে এসে ছেলের মা লাইলীকে একা পেয়ে প্রথমে গালিগালাজ করে। একপর্যায়ে তার দিয়ে হাত-পা বেঁধে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে থাকলে স্থানীয় বাসিন্দারা লাইলীকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। সেখানে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে লাইলীর মৃত্যু হয়।’

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের স্বামীর করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

লাইলী আক্তারের স্বামী আব্দুর রশিদ বলেন, ‘আমার স্ত্রীর চিকিৎকার করে বাঁচার আকুতি জানিয়েও রেহাই পেলেন না। দোষ কি শুধুই আমার ছেলের? মেয়েটা না গেলে কি ছেলে নিয়ে যেতে পারত? আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। যতদিন অপরাধীদের ফাঁসি না হবে ততদিন মনের যন্ত্রণা শেষ হবে না।’

তবে এ ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারটি পলাতক থাকায় তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাড়িতে গিয়েও দরজা তালাবদ্ধ পাওয়া গেছে।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ