হোম > অপরাধ > ময়মনসিংহ

ঘরে বৃদ্ধের রক্তাক্ত লাশ, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও দুই মেয়ের আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে নিজ ঘর থেকে জাহের উদ্দিন (৭৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী আর ছেলে মেয়ে মিলে বৃদ্ধ জাহেরকে হত্যা করেছেন। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহেরের স্ত্রী আনিছা, মেয়ে আনোয়ারা আক্তার নূপুর ও আজিমা আক্তারকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কমলপুর গ্রাম থেকে জাহের উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। জাহেরের মাথার কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুরো মেঝেতে রক্তের দাগ। 

প্রতিবেশীরা জানান, জমির বিরোধে চলতি মাসে প্রতিবেশী সনু মিয়া খুন হন। এ ঘটনায় করা মামলায় জাহেরের স্ত্রী, ছেলে–মেয়ে, ছেলের স্ত্রীসহ আটজনকে আসামি করা হয়েছে। মামলায় দুই ছেলে সাইকুল ও তরিকুল কারাগারে রয়েছেন। অপর ছেলে শফীকুল ইসলাম জামিনে আছেন। 

প্রতিবেশীরা ধারণা করছেন, মামলা থেকে বাঁচতে ও প্রতিপক্ষকে ঘায়েল করতে বৃদ্ধ জাহের উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন স্ত্রী ও ছেলে–মেয়েরা। পরিকল্পনা অনুযায়ী ঘরের জিনিসপত্র আগেই সরিয়ে নেন। প্রতিপক্ষের লোকজন আড়াল থেকে পরিকল্পনা শুনে গত বৃহস্পতিবার থানা–পুলিশকে জানায়। আজ ভোরে জাহের উদ্দিনের রক্তাক্ত লাশ পাওয়া যায় তাঁর ঘরে। শেষ রাতে হত্যার ঘটনা ঘটলেও পাশের ঘরের লোকজন কিছুই জানেন না। ঘটনার পর সহায়তার জন্য প্রতিবেশীদেরও ডাকা হয়নি। বৃদ্ধ জাহেরকে হাসপাতালেও নেওয়া হয়নি। 

পুলিশের জিজ্ঞাসাবাদে জাহেরের স্ত্রী আনিছা, মেয়ে আনোয়ারা আক্তার নূপুর ও আজিমা আক্তার অসংলগ্ন কথা বলেন। সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। 

প্রতিবেশী সুজন মিয়া অভিযোগ করে বলেন, ‘কয়েক দিন আগে জাহের মিয়ার ছেলে-মেয়েরা মিলে কুপিয়ে আমার ভাইকে হত্যা করেছে। তারা আমাদের ফাঁসাতে পরিকল্পনা করছে শুনতে পাই। বিষয়টি পুলিশকে গত বৃহস্পতিবার জানাই। এদিন ঘরের জিনিসপত্রও সরিয়ে নিয়েছে তারা।’ 

প্রতিবেশী শাবানা আক্তার ও কাকলি আক্তার বলেন, আজ তারা সবাই বাড়িতে ছিল। অথচ পুলিশকে বলছে, তারা নাকি খবর শুনে সকালে ঢাকা থেকে এসেছে। ঢাকা থেকে ২–৩ ঘণ্টায় তারা এল কীভাবে। ভোরের দিকে কুপিয়েছে বললেও তারা বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যায়নি। এমনকি প্রতিবেশীদেরও ডাকেনি। 

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান আজ সন্ধ্যা ৬টার দিকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের শিকার জাহেরের স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে