হোম > অপরাধ > মধ্যপ্রাচ্য

স্টকহোমে ফের কোরআন পোড়ানোর অনুমতি, বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা

সুইডেনের রাজধানী স্টকহোমে আবারও মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছে। এর প্রতিবাদে শত শত বিক্ষোভকারী ইরাকের বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে তারা এই হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। খবর রয়টার্সের। 

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাগদাদ দূতাবাসের সব কর্মী নিরাপদ ছিল। হামলার নিন্দা জানিয়ে দূতাবাসের নিরাপত্তার জন্য ইরাকি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। 

সুইডেনে দ্বিতীয়বার কোরআন পোড়ানোর ঘোষণা দিলে শিয়া ধর্মগুরু মুক্তাদা সদরের সমর্থকেরা প্রতিবাদে আজ বৃহস্পতিবারের বিক্ষোভের ডাক দিয়েছিল। সদরপন্থী টেলিগ্রাম গ্রুপের পোস্ট অনুসারে বিষয়টি জানা গেছে। 

সদর ইরাকের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব। গত গ্রীষ্মে তাঁর নির্দেশে কয়েক হাজার অনুসারী বাগদাদের গ্রিন জোন দখলে নিয়েছিল। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছিলেন। 

সুইডিশ বার্তা সংস্থা টিটি বুধবার (স্থানীয় সময়) জানায়, সুইডেনের পুলিশ আজ বৃহস্পতিবার স্টকহোমে ইরাকি দূতাবাসের বাইরে জনসভার জন্য একটি আবেদন মঞ্জুর করেছে। আবেদনে বলা হয়েছে, আবেদনকারী কোরান ও ইরাকি পতাকা পোড়াতে চেয়েছেন। 

টেলিগ্রাম গ্রুপ ‘ওয়ান বাগদাদে’ এ ঘটনার অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই সব ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১টার দিকে দূতাবাসের চারপাশে লোকজন জড়ো হচ্ছে। এর প্রায় এক ঘণ্টা পরে তারা তুমুল স্লোগান দিতে থাকে এবং একপর্যায়ে হামলা করে।

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া