হোম > অপরাধ > খুলনা

দৌলতপুরের ঘটনায় বাবার পরে ছেলের মৃত্যু, সংখ্যা বেড়ে ৩ 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে ঘরবাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বাবার পর মারা গেলেন তাঁর ছেলে। এ ঘটনায় গুরুতর দগ্ধ পাঁচজনের মধ্যে আজ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহত দিনু মন্ডলের ছেলে ফারুক মন্ডল (২২)। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত রোববার (৩০ এপ্রিল) সকালে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আক্তার মন্ডল (৪০) এবং ওই দিন রাতে দিনু মন্ডলের (৬৫) মৃত্যু হয়। 

ওসি মজিবুর রহমান বলেন, ‘চিলমারীর ঘটনায় আরও একজন চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’ 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী বাজারপাড়ায় জমিসংক্রান্ত বিরোধ, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মণ্ডল গ্রুপের লোকজনের ওপর হামলা ও বসতঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। এতে দুজন নিহত এবং পাঁচজন গুরুতর দগ্ধসহ অন্তত ২০ থেকে ২৫ জন আহত হন। 

এ ঘটনায় গত ২৮ এপ্রিল (শুক্রবার) দুপুরে মোজাম মন্ডল বাদী হয়ে ৭৩ জনের নামসহ ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ওই দিন রাতে ১৪ আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব ও পুলিশ। গ্রেপ্তার আসামিদের সবাইকে ৩০ এপ্রিল (রোববার) দুপুরে জামিন দিয়েছেন আদালত। এ মামলায় এখন পর্যন্ত মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন