হোম > অপরাধ > খুলনা

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের ঘটনায় এক দিনের মধ্যে প্রধান আসামি মো. মারুফ হোসাইনকে (৩৫) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে খুলনার কয়রা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মোংলা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম। 

নিহত শাহীন পৌর শহরের ছাড়াবাড়ী এলাকার মো. একরামুল হকের ছেলে। পেশায় তিনি একজন জাহাজের শ্রমিক। 

আসামি মারুফ খুলনার কয়রা উপজেলার মো. আব্দুর রশিদের ছেলে। তিনি পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় ভাড়া থাকতেন। 

জানা যায়, গত সোমবার রাত ৮টার দিকে পূর্বশত্রুতার জেরে পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় মো. শাহিনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেন তাঁরই বন্ধু মারুফ। ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে মারুফকে প্রধান আসামিসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বড় বোন খাদিজা বেগম। এরপর থেকে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী রেজার নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মারুফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

এ বিষয়ে নিহত শাহীনের বড় বোন খাদিজা বেগম বলেন, কাঠমিস্ত্রি মারুফের সঙ্গে আমার ভাইয়ের শত্রুতা ছিল। এ ঘটনার জেরেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। 

পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

অন্যদিকে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে শাহিনকে দাফন করে তাঁর পরিবার। এ হত্যাকাণ্ডে আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন শাহীনের পরিবারের সদস্যরা। 

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক