হোম > অপরাধ > খুলনা

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের ঘটনায় এক দিনের মধ্যে প্রধান আসামি মো. মারুফ হোসাইনকে (৩৫) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে খুলনার কয়রা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মোংলা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম। 

নিহত শাহীন পৌর শহরের ছাড়াবাড়ী এলাকার মো. একরামুল হকের ছেলে। পেশায় তিনি একজন জাহাজের শ্রমিক। 

আসামি মারুফ খুলনার কয়রা উপজেলার মো. আব্দুর রশিদের ছেলে। তিনি পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় ভাড়া থাকতেন। 

জানা যায়, গত সোমবার রাত ৮টার দিকে পূর্বশত্রুতার জেরে পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় মো. শাহিনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেন তাঁরই বন্ধু মারুফ। ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে মারুফকে প্রধান আসামিসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বড় বোন খাদিজা বেগম। এরপর থেকে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী রেজার নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মারুফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

এ বিষয়ে নিহত শাহীনের বড় বোন খাদিজা বেগম বলেন, কাঠমিস্ত্রি মারুফের সঙ্গে আমার ভাইয়ের শত্রুতা ছিল। এ ঘটনার জেরেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। 

পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

অন্যদিকে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে শাহিনকে দাফন করে তাঁর পরিবার। এ হত্যাকাণ্ডে আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন শাহীনের পরিবারের সদস্যরা। 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার