যশোর শহরে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের রাঙ্গমাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কারখানার তিন কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।
রাত ১০টার দিকে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে শহরের রাঙ্গামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে পাঁচটি দেশীয় অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, আটটি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র তৈরির তিন কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।