কুমারখালী (কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পুকুর ভরাটকে কেন্দ্র করে চাম্পা খাতুন নামে এক গৃহবধূকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ কুমারখালী উপজেলা ধর্মপাড়া এলাকার আবু শামীমের স্ত্রী।
আহতের স্বামী আবু শামীম জানান, আমার স্ত্রী চাম্পা কে পুকুর ভরাট করছিল।এ সময় গ্রামের আকবার আলীর ছেলে আজগার আলী শেখ (৫৫), আজাদ আলী শেখ (৪৮),আমিরুল ইসলাম (৪৮), মো. আবুল কালাম, মোছা শারমিন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর আমার স্ত্রী গালিগালাজ করতে নিষেধ করলে তাদের হাতে থাকা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় এবং শরীরে আঘাত করে এবং গুরুতরভাবে রক্তাক্ত জখম করা হয়। এ সময় চাম্পার চিৎকারে রুস্তম আলীর ছেলে মিলন হোসেন সহ এলাকাবাসী এগিয়ে আসলে আজগর সহ তার লোকজন চলে যায়।পরে আহত চম্পাকে কুমারখালী হাসপাতালে ভর্তি করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানায়, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।