হোম > অপরাধ > খুলনা

যশোরের বেনাপোলে কিডনি পাচারকারী আটক

প্রতিনিধি

শার্শা (যশোর) : যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে আনিসুর রহমান নামে কিডনি পাচার চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভুক্তভোগী পাসপোর্টধারী যাত্রী ইউনুছকেও উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট যাত্রী টার্মিনাল থেকে বিজিবির সদস্যরা ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করে।

কিডনি পাচারের শিকার ভুক্তভোগী পাসপোর্টযাত্রী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ঢুকুরিয়াবেড়া গ্রামের ইদ্রিস আলী মন্ডলের ছেলে মোহাম্মাদ ইউনুছ আলী। আটক পাচারকারী গাজিপুর জেলার আনিছুর রহমান।

কাজের প্রলোভন দেখিয়ে ইউনুছ নামে ওই যাত্রীকে আনিছুর ভারতে পাচার করছিল কিডনি ট্রান্সফারের জন্য। ইউনুছ আলী বলেন, আমাকে এক বছরে তিন লাখ ৭০ হাজার টাকার কাজের চুক্তিতে ভারত পাঠাবে বলে আনিছুরের সঙ্গে চুক্তি হয়। এরপর আমি জানতে পারি যে, আমার শরীর থেকে কিডনি পাচার করা হবে। আমি গত বুধবার রাতে ভারত যেতে রাজি না হলে আমাকে ঢাকার একটি আবাসিক ভবনে মাথায় পিস্তল ঠেকানো হয়। আজ বৃহস্পতিবার ঢাকা থেকে বিমানে করে যশোর আনা হয় আমাকে। যশোর থেকে প্রাইভেট কারে করে বেনাপোল নিয়ে আসলে আমি বিজিবিকে দেখে এগিয়ে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলি।

তিনি আরো জানান, ভারতে আমাকে যেখানে পাঠাবে সেখানে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় লোকেরা বেনাপোলের ওপারে পেট্রাপোল চেকপোস্টে অপেক্ষা করছে।

ইউনুসের বাবা ইদ্রিস আলীকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, তাঁর ছেলে ঢাকায় একটি গার্মেন্টস শিল্প কারখানায় চাকরি করে। তাঁকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে আমি কিছুই জানি না।

পাচারকারী আনিছুর রহমান জানান, তাঁর সঙ্গে তাঁর কোম্পানির লোকের কিডনি দেওয়া বাবদ চুক্তি হয় ওই টাকায়। সেই মোতাবেক তাঁকে বেনাপোল এগিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছেন তিনি। তাঁদের ঢাকা মিরপুর ২ নম্বর অফিস। তবে তিনি অফিসের নাম বলেননি।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী বলেন, তাঁদের দুজনকে ক্যাম্পে আনা হয়েছে। তদন্ত চলছে সিও (ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার) সাহেবের নির্দেশে। সে কিডনি পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাঁকে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে