হোম > অপরাধ > খুলনা

কোমরে ও পায়ে ইট বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে ছেলে-ভাতিজা 

মনিরামপুর (যশোরে) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে নিজ মাছের ঘের থেকে কোমরে ও পায়ে ইট বাঁধা অবস্থায় ভোলানাথ বিশ্বাস (৬৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসী ঘেরের মাঝখানে ডুবন্ত অবস্থায় মরদেহ খুঁজে পান। এরপর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় পুলিশ ঘের মালিকের ছেলে পরিমল বিশ্বাস ও ভাতিজা দেবু বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। 

নিহত ভোলানাথ উপজেলার পাঁচাকড়ি এলাকার বান্দারাম বিশ্বাসের ছেলে। যেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়েছে সে ঘেরটির অবস্থান ভোলানাথের বাড়ির পাশে। 

এদিকে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে মনিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমানসহ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ভোলানাথের ছেলে পরিমল বলেন, অন্য দিনের ন্যায় গত সোমবার ভোরে বাবা ঘেরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরে মঙ্গলবার দুপুরে ঘেরে দড়ি টেনে বাবার মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী। 

ভোলানাথের মৃত্যু হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। কোমরে ও পায়ে ইট বাঁধা দেখে ধারণা করা হচ্ছে কেউ তাঁকে হত্যা করে মরদেহ ঘেরে ফেলে গেছে। 

তবে মৃতের ছেলে পরিমল সাংবাদিকদের বলেন, ব্যবসায় মন্দা যাওয়ায় কিছুদিন ধরে বাবা হতাশায় ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। 

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্ত্রী ও ছেলের সঙ্গে ভোলানাথের ভালো সম্পর্ক যাচ্ছিল না। এ ছাড়া দুপুরে ঘেরে তাঁর মরদেহ খোঁজার জন্য দড়ি টানতে চাইলে ভোলানাথের ছেলে পরিমল বাঁধা দিয়েছেন। এতে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

নেহালপুর ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান বলেন, নিহতের ছেলে ও ভাতিজাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। লাশের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত ছাড়া কিছু বোঝা যাচ্ছে না। 

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান বলেন, লাশের কোমরে ও পায়ে ইট বাঁধা ছিল। আমরা তাঁর ছেলেসহ অনেকের কাছ থেকে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। এটি হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার