হোম > অপরাধ > খুলনা

নাশকতা পরিকল্পনার মামলায় ইসলামকাটির ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নেতা অধ্যাপক গোলাম ফারুককে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নাশকতা পরিকল্পনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে পরানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ রাতে উপজেলা ও ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের শীর্ষ নেতারা উথালী গ্রামের আমজাদ সরদারের বাড়িতে জনমনে ভীতি তৈরি এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য গোপন বৈঠক করেন। 

ওই রাতেই উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিজুল ইসলাম (৫৫) ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী মোড়লসহ (৫০) জামায়াতের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে তালা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) / ২৫ডি ধারায় মামলা (১২ / ২২) করে পুলিশ। মামলায় গোলাম ফারুক এজাহারনামীয় আসামি। 

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, গোলাম ফারুকের বিরুদ্ধে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা রয়েছে। তিনি গত কয়েক দিন ধরে পলাতক ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাওছার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। আজ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন