হোম > অপরাধ > খুলনা

নাশকতা পরিকল্পনার মামলায় ইসলামকাটির ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নেতা অধ্যাপক গোলাম ফারুককে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নাশকতা পরিকল্পনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকেলে পরানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ রাতে উপজেলা ও ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের শীর্ষ নেতারা উথালী গ্রামের আমজাদ সরদারের বাড়িতে জনমনে ভীতি তৈরি এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য গোপন বৈঠক করেন। 

ওই রাতেই উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিজুল ইসলাম (৫৫) ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী মোড়লসহ (৫০) জামায়াতের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে তালা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) / ২৫ডি ধারায় মামলা (১২ / ২২) করে পুলিশ। মামলায় গোলাম ফারুক এজাহারনামীয় আসামি। 

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, গোলাম ফারুকের বিরুদ্ধে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা রয়েছে। তিনি গত কয়েক দিন ধরে পলাতক ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাওছার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। আজ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার