ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে তিনটি স্বর্ণের বারসহ দুই বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। আজ বুধবার সকালে ভারতে প্রবেশ করতে গেলে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শরীয়তপুরের শোলপাড়া গ্রামের কাশেম খানের ছেলে নানটু (৩০) ও নুরুজ্জামান খানের ছেলে ফরহাদুজ্জামান খান (৩২)।
এ বিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, ‘গোপন খবরে জানতে পারি বাংলাদেশি দুজন পাসপোর্টধারী যাত্রীর মাধ্যমে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। পরে কাস্টম শুল্ক গোয়েন্দা সদস্যরা সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করেন। ফরহাদুজ্জামান নামে এক যাত্রীকে জিজ্ঞাসাবাদে জানান তাঁর পেটের মধ্যে স্বর্ণের বার রয়েছে। পরে শরীর স্ক্যানিং করে দেখা যায়, তাঁর পায়ুপথে ৩৫০ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার রয়েছে। আটকদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।’