মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহার বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার গাংনী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা অত্যন্ত মানবিক মানুষ। তিনি উপজেলার সব দপ্তর দেখাশোনা করেন দক্ষতার সঙ্গে। এ ছাড়া স্কুল, কলেজ, পৌরসভাসহ যেখানে সমস্যা, সেখানেই ছুটে যান। বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন। তাদের উৎসাহিত করার জন্য শিক্ষা উপকরণও হাতে তুলে দেন।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিল।
উল্লেখ্য, গতকাল সোমবার সিনিয়র সহকারী কমিশনার মো. পারভেজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউএনও প্রীতম সাহাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়।