হোম > অপরাধ > খুলনা

স্ত্রীর ছুরিকাঘাতে মাগুরায় যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

পারিবারিক কলহে স্ত্রীর ছুরিকাঘাতে মাগুরায় লাভলু দাস নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার পৌর এলাকার সাহাপাড়ায় এ ঘটনা ঘটে।

লাভলু দাস পেশায় একজন নরসুন্দর। তিনি শহরের নীজনান্দুয়ালী এলাকার তপন দাসের ছেলে।

জানা যায়, রোববার সকালে পৌর ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্বামীকে ছুরিকাঘাত করেন স্মৃতি দাস। গুরুতর আহত অবস্থায় লাভলু দাসকে (২৭) স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সময় স্ত্রী স্মৃতি দাসও হাতে জখমের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি লাভলু দাসের দ্বিতীয় স্ত্রী।

প্রথম স্ত্রী লক্ষ্মী দাস জানান, ‘আমার স্বামী যে অন্য একটি বিয়ে করেছেন তা আমার অনুমতি ছাড়াই করেছেন। আমার ঘরে দুইটি বাচ্চা আছে তার। সে আমার অজান্তে রাঘবদাউড় ইউনিয়নে লক্ষ্মীপুরের নিজের আপন খালাতো বোনকে বিয়ে করেন। যা আমার কাছে সব সময় গোপন রাখত।’

তিনি আরও জানান, ‘এরপর দুজন শহরের নতুন বাজার এলাকার সাহাপাড়ায় ভাড়া বাড়িতে গোপনে সংসার করতেন। তবে আমার কাছেও প্রায় যাওয়া আসা করতেন।

রোববার সকালে জানতে পারি, আমার স্বামীকে স্মৃতি ছুরি মেরে হাসপাতালে পাঠিয়েছে। এখন এসে দেখি তিনি মারা গেছেন। স্মৃতি দাসকেও হাত কাটা অবস্থায় ভর্তি দেখেছি।’

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ জানান, ‘রোগীর ভর্তির সময়ই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ধারণা করা হচ্ছে, রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, ‘থানায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২