হোম > অপরাধ > খুলনা

সংসারে অশান্তির জেরে স্বামীর বিশেষাঙ্গ কাটলেন স্ত্রী 

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় স্ত্রীর বিরুদ্ধে সংসারে অশান্তির জেরে স্বামী মেহেদি হাসানের (২৮) বিশেষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে পাটকেলঘাটার ভারশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী শারমিন বেগমকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মেহেদি হাসান পাটকেলঘাটা থানার ভারশা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, সাত বছর আগে ভারশা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে মেহেদি হাসানের সঙ্গে বকশিয়া গ্রামের সাজ্জাদ মোড়লের মেয়ে শারমিনের বিয়ে হয়। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বর্তমানে তাঁদের ঘরে চার বছর বয়সী ছেলেসন্তান আছে। 

ইউপি সদস্য আরও বলেন, বিয়ের পর থেকে তাঁদের সংসারে প্রায় অশান্তি হতো। এরই জেরে গতকাল রাতে মেহেদি হাসান ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর বিশেষাঙ্গ কেটে নেন শারমিন। 

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাবলুর রহমান খান বলেন, ঘটনার পর অভিযুক্ত শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি। 

ওসি আরও বলেন, এ ঘটনায় মেহেদি হাসানের বাবা নওয়াব আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১