হোম > অপরাধ > খুলনা

প্রকাশ্য দিবালোকে ভ্যান চুরি করায় একজন গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে ভ্যান চুরি করে পালানোর সময় নূর ইসলাম গাজী (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত নূর ইসলাম গাজী সাতক্ষীরার আশাশুনি থানার মহাজনপুর গ্রামের বাবর আলী গাজীর ছেলে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক আসাদ বলেন, উপজেলার লস্কর ইউনিয়নের আব্দুস সালাম (৩২) ভ্যান চালান। গতকাল শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য ভ্যানটি লস্কর ইউনিয়ন পরিষদের পাশে মঞ্জু মার্কেটের সামনে তালাবদ্ধ করে যান তিনি। পরে নামাজ শেষে বের হয়ে দেখেন তাঁর ভ্যানটি নির্দিষ্ট স্থানে নেই। তখন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে মোটরসাইকেলে করে লক্ষ্মীখোলা বাজারের দিকে যান আব্দুস সালাম। এ সময় তাঁর মোটরভ্যানটি নূর ইসলাম নামে এক ব্যক্তি চালিয়ে নিয়ে যাচ্ছেন দেখে গতি রোধ করেন। 

উপপুলিশ পরিদর্শক আরও বলেন, গতি রোধ করলে ভ্যান রেখে পালানোর সময় এলাকাবাসীর সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে প্রথমে লস্কর ইউনিয়ন পরিষদে, পরে থানায় দেওয়া হয়। এ সময় নূর ইসলাম পুলিশের কাছে ভ্যান চুরির কথা স্বীকার করে চুরির কাজে ব্যবহৃত কাটিং প্লাস দেন। এ ঘটনায় থানায় চুরির মামলা করা হয়েছে। 

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, নূর ইসলাম বিভিন্ন এলাকা থেকে মোটরভ্যান চুরি করেন। আজ সকালে তাঁকে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি