হোম > অপরাধ > খুলনা

যশোরে ছুরিকাঘাতে তৃতীয় লিঙ্গের একজন নিহত

যশোর প্রতিনিধি

দল ত্যাগ করায় যশোরে লাবণী ওরফে লাভলী (৩০) নামের তৃতীয় লিঙ্গের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে সদর উপজেলার নারাঙ্গালী হালসা ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

নিহত লাবণী শহরের বেজপাড়া চিরুনিকল এলাকার করিম মিস্ত্রির সন্তান। 

নিহত লাবণীর সঙ্গী সেলিনা জানান, তাঁরা সকাল ৮টার দিকে শহরের ধর্মতলা এলাকা থেকে ইজিবাইকে করে কায়েমখোলায় যাচ্ছিলেন। হালসা ব্রিজের অদূরে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে। এ সময় তারা পিস্তল বের করে লাবণীকে গুলি করতে যায়। কিন্তু পিস্তল থেকে গুলি বের না হলে তারা অস্ত্রের মুখে সবাইকে ইজিবাইক থেকে নামিয়ে দেয়। একপর্যায়ে লাবণী পিস্তলধারীকে ভাই বলে সম্বোধন এবং সঙ্গী দুজনকে ঘাবড়াতে নিষেধ করেন। পরে ওই অস্ত্রধারীরা লাবণীকে বাইক থেকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

নিহতের আরেক সঙ্গী নাজমা জানান, লাবণী আগে ঝিকরগাছার পাহাড়ি নামের এক হিজড়া নেতার সঙ্গে কাজ করতেন। কিন্তু বিভিন্ন কারণে তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ফলে তিনি যশোর শহরে চলে আসেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠলে পাহাড়ি প্রায় দুই বছর আগে লাবণীকে মেরে হাত ভেঙে দেন। পরে লাবণী বাদী হয়ে পাহাড়িকে আসামি করে মামলা দায়ের করেন। সে ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান তিনি। 

এদিকে ছুরিকাঘাতের পর লাবণীর সঙ্গীরা স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ বলেন, ‘ছুরিকাঘাতের দীর্ঘ সময় পর আহতকে হাসপাতালে আনা হয়েছিল। এই সময়ে তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তাঁর মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’ 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মোটিভ উদ্ধার এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু করা হয়েছে। মামলা হলে পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি