হোম > অপরাধ > খুলনা

কালীগঞ্জে রাস্তা থেকে লক্ষাধিক টাকার সরকারি গাছ কাটার অভিযোগ

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

কালীগঞ্জে রাস্তা থেকে লক্ষাধিক টাকার সরকারি গাছ কাটার অভিযোগ এসেছে আব্দুর রশিদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি গ্রামে গাছ কাটার এ ঘটনা ঘটে।

অভিযোগের সূত্র ধরে সকালে স্থানীয় সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, স্থানীয় শংকর ঘোষ, কার্তিক ঘোষ, রবীন্দ্র ঘোষ, রমেশ ঘোষ ঘটনাস্থলে গিয়ে দেখেন শ্রীধরকাটি থেকে বিষ্ণুপুর বাজার পর্যন্ত দুই ধারে বড় বড় গাছ রাস্তায় পড়ে রয়েছে। শ্রীরামপুর গ্রামের আব্দুর রশিদ বীর মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে এসব গাছ নিজের দাবি করে প্রকাশ্য দিবালোকে কাটতে থাকেন। এ সময় স্থানীয়রা তহশিল অফিস খবর দেন। 

খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় জয়পত্রকাঠি ভূমি অফিসের তহশিলদার জালালের হস্তক্ষেপে চুরির ঘটনা পণ্ড হয়। 

গাছ কাঁটার বিষয়ে আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, রাস্তার ধারে তাঁর নিজের জমিতে লাগানো গাছ কাটতে গেলে স্থানীয়রা বাধা দিয়ে তহশিলদারকে খবর দেয়।

গাছ কাটা প্রসঙ্গে স্থানীয় ভূমি কর্মকর্তা তহশিলদার জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, সরকারি রাস্তার গাছ চুরি করে কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ দুটি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ অফিসে রাখার জন্য বলা হয়েছে। আব্দুর রশিদ বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে জেলা প্রশাসকের কাছেে আবেদন করলেও এর কোনো সত্যতা না পাওয়ায় বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত