হোম > অপরাধ > খুলনা

কালীগঞ্জে স্বামীর বিরুদ্ধে ছেলে হত্যার অভিযোগ

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে দোকানের মধ্যে গলায় ফাঁস দিয়ে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। কিন্তু এ ঘটনায় নিহতের মায়ের অভিযোগ, তাঁর স্বামী ছেলেকে হত্যা করেছেন। গতকাল শনিবার স্বামী আফতাবুজ্জামানের বিরুদ্ধে স্ত্রী আকলিমা খাতুন থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

নিহত ছেলের নাম আসায়াদ আল আদিল (১৭)। সে একটি মাদ্রাসার ছাত্র। 

এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার রতনপুর ইউনিয়নের চক পরানপুর গ্রামে দোকানের মধ্যে গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে থানার উপপরিদর্শক শিহাব হোসেন ওই রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। 

থানায় নিহতের মা আকলিমা খাতুন সাংবাদিকদের জানান, উপজেলার চুনাখালী গ্রামের মৃত আবু বক্করের ছেলে জামায়াত নেতা আফতাবুজ্জামানের সঙ্গে ২০০৩ সালে বিবাহ হয় তাঁর। বিবাহিত জীবনে তাঁদের ঘরে জন্ম নেয় আদিন। সে কাটুনিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। স্বামী আফতাবুজ্জামান ছেলেকে রেখে তাঁর (আকলিমা) দুই বিঘা জমি বিক্রির টাকা নিয়ে আব্দুল খালিগ্রামের রহিমা খাতুন ওরফে পলি নামের একজনের সঙ্গে পরকীয়া করে বিয়ে করেন। 

আকলিমা খাতুন জানান, বিয়ের পরে স্বামী তাঁর বাড়ি থেকে আকলিমাকে তাড়িয়ে দেন। এরপর মৌতলা গ্রামে আব্দুর রশিদের বাড়িতে ছেলেকে নিয়ে ভাড়া থাকতে শুরু করেন আকলিমা। কয়েক দিন আগে তাঁর (আকলিমা) কাছে ৩০ হাজার টাকা চান স্বামী। টাকা না দেওয়াকে কেন্দ্র করে তাঁকে মারধর করেন এবং ছেলেকে জোরপূর্বক নিয়ে যান। এরপর শুক্রবার রাতে গলায় দড়ি দিয়ে ছেলের মারা যাওয়ার খবর পান তিনি। 

আকলিমা জানান, আসলে স্বামী ও তাঁর দ্বিতীয় স্ত্রী মিলে পরিকল্পিতভাবে পথের কাঁটা দূর করতে ছেলেকে হত্যা করে বাড়ি থেকে ২০০ গজ দূরে দোকানের ভেতরে গলায় গামছা দিয়ে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। 

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ