হোম > অপরাধ > খুলনা

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে আরিফা বেগম (১৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় একটি ভাড়া বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আরিফা বেগম ফকিরহাট উপজেলার ধনপোতা এলাকার মোহাম্মদ আয়ুব আলি সেখের মেয়ে। 

নিহত আরিফা বেগমের মা আমেনা জানান, আরিফা ২০১৩ সালে প্রেমের সম্পর্কের জড়িয়ে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা মোহাম্মদ হেলালকে (২৫) বিয়ে করেন। তাঁদের সংসারে ১৩ মাস বয়সী একটি ছেলে রয়েছে। তারা খুলনা শহরে ভাড়া বাসায় থাকতেন। 

নিহতের বাবা মোহাম্মদ আয়ুব আলি সেখ বলেন, তার মেয়েকে প্রায়ই স্বামী মারধর করত। গত শুক্রবার স্বামীর সঙ্গে ঝগড়া করে শিশু সন্তানকে নিয়ে শ্যামবাগাত এলাকার আব্দুল মান্নানের ভাড়া বাড়িতে ওঠেন।

নিহত আরিফা বেগমের পাশের ভাড়াটিয়া আঞ্জুমান আরা বেগম ও স্থানীয়রা জানান, তার স্বামী হেলাল গতকাল এখানে এসে ঝগড়াঝাঁটির একপর্যায়ে স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করেন। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। ঘটনার পর থেকে অভিযুক্ত মোহাম্মদ হেলাল পলাতক রয়েছে। হত্যার কারণ তদন্ত উদ্‌ঘাটন ও অভিযুক্ত মোহাম্মদ হেলালকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত