হোম > অপরাধ > খুলনা

ঝিনাইদহে নারীকে গলা কেটে হত্যা, আটক ৩ 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর গ্রামে জমিলা খাতুন উজোলা (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় আব্দুল করিম (৩৬) নামের এক ব্যক্তিও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী শরিফুল ইসলাম ও ছেলে আব্দুল মান্নান এবং প্রতিবেশী জাকিরকে আটক করেছে। আহত আব্দুল করিমকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এ বিষয়ে জানান, হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে তাঁরা এসেছেন। দীর্ঘদিন ধরে ওই গ্রামের গৃহবধূ জমিলা খাতুনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল আব্দুল করিম নামের এক ব্যক্তির। সকালে ওই বাড়িতে এসেছিলেন আব্দুল করিম। এ সময় ওই নারীকে গলা কেটে হত্যা এবং করিমকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। পরকীয়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহত আব্দুল করিম জানিয়েছেন, তাঁদের দুজনকে দেখে ফেলেন জমিলার স্বামী শরিফুল ইসলাম ও প্রতিবেশী জাকির। পরে তাঁরা জমিলাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেন। সঙ্গে তাঁকেও (আব্দুল করিম) কুপিয়ে আহত করেন। সঠিক বিষয়টি জানার জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে আব্দুল মান্নানকেও আটক করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা