বাগেরহাটের ফকিরহাট উপজেলার শান্তিগঞ্জ মোড়ের মেসার্স খানজাহান আলী ট্রেডার্সের পুরোনো মোটরসাইকেলের শোরুম থেকে ১০টি গাড়ি চুরির হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
শো-রুমের পরিচালক মো. রাসেল শেখ ও মো. হিরণ বলেন, গতকাল দিবাগত রাতে কোনো এক চোর চক্র শোরুমের তালা ভেঙে ডিসকভার, পালসার, টিভিএসসহ বিভিন্ন রকমের ১০টি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মোটরসাইকেলের বর্তমান বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলীমুজ্জামান বলেন, চুরির বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ মামলা করতে চাইলে তা নেওয়া হবে।