হোম > অপরাধ > খুলনা

বাগেরহাটে কিশোরীকে ধর্ষণ ও হত্যার অপরাধে যুবকের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অপরাধে কালিম শেখ (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. এস এম সাইফুল ইসলাম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। একই সঙ্গে আদালত আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত কালিম শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রামের ঠান্ডা শেখের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৮ মে বিকেলে ওই কিশোরীকে প্রতিবেশী কালিম শেখ তালশাঁস খাওয়ানোর কথা বলে নিয়ে যান। পরে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তিনি। অনেক খোঁজাখুঁজি করে কিশোরীকে না পেয়ে পরদিন ভোরে ওই পরিত্যক্ত ঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই বছরের ১৯ মে রাতে কিশোরীর বাবা বাদী হয়ে কালিমকে আসামি করে চিতলমারী থানায় একটি মামলা করেন। 

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) একরাম হোসেন একই বছরের ৩০ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত কালিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্য তিনজনকে খালাস দেন। 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সিদ্দিকুর রহমান বলেন, আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। আদালতের আদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধীদের জন্য এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত