হোম > অপরাধ > খুলনা

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে যশোরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা 

যশোর প্রতিনিধি

যশোরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে নুর হোসেন (১৯) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১০টার পর শহরের শংকরপুর আকবরের মোড় বারেক সড়কে হামলা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত নুর হোসেন শংকরপুর আকবরের মোড় এলাকার নজরুল মোল্লার ছেলে ও  আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার শংকরপুরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলযোগ বাধে, যা স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেন। কিন্তু রেশ থেকে যায়। শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ কয়েকজন তরুণ এসে নুরুকে ছুরি মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠাতে বলেন। সেখানে নিয়ে যাওয়ার পথে রাত ১২টার দিকে নুরের মৃত্যু হয়।

নুরের ওপর হামলাকারীরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।’

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি