হোম > অপরাধ > খুলনা

বাঘারপাড়ায় ধান কাটা শ্রমিককে নির্মমভাবে হত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় নকিম উদ্দীন (৬০) নামের এক ধান কাটা শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার ও হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।। নিহতের চোখ উপড়ে ফেলে ও পুরুষাঙ্গ কেটে হত্যা করা হয়েছে বলে সুরতহাল দেখে জানায় পুলিশ।

নিহত নকিম উদ্দীন একই উপজেলার ধুপখালী গ্রামের মৃত দলিলুদ্দিন মোল্যার ছেলে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

বাড়ির মালিক বেনজির আহম্মেদ জানান, গত চার দিন আগে ছাতিয়ানতলা বাজার থেকে তিনজনকে কৃষাণ হিসেবে নিয়ে আসেন তিনি। এর মধ্যে গতকাল রোববার বিকেলে পারিশ্রমিকের টাকা বুঝে নিয়ে একজন চলে যান। বাকি দুজন রাতে খেয়ে এক কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ সোমবার সকাল ৬টায় তিনি কৃষাণদের ডাকতে গেলে বাইরে থেকে দরজা খোলা দেখতে পান। দরজা খোলা দেখে তিনি ভেতরে রক্তাক্ত অবস্থায় কৃষাণ নকিম উদ্দীনের মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাতিজা আব্দুর রউফ জানান, গত ২৬ মে বাড়িতে থাকা গর্ভবতী গরু মারপিটকে কেন্দ্র করে তার চাচা নকিম উদ্দীন ও চাচির মধ্যে বাগবিতান্ড হয়। পরে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান চাচা নকিম উদ্দীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নকিম উদ্দীন নামের বৃদ্ধ কৃষাণের মরদেহ ও আলামত হিসেবে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিকে প্রথমে গলায় পাটের রশি পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়। এরপর তাঁর পুরুষাঙ্গ কেটে ফেলা হয় ও ডান পাশের একটি চোখ উপড়ে ফেলা হয়েছে।

ওসি আরও জানান, নিহতের সঙ্গে থাকা অপর ব্যক্তি পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের আটকে পুলিশের অভিযান চলছে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক