হোম > অপরাধ > খুলনা

দৌলতপুরে দুই দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই দেবরের বিরুদ্ধে ভাবিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান।

নিহত ওই নারীর নাম নাজমা আক্তার (৩৫)। তিনি দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবরগাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ, নিহত নারীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে গিয়াস উদ্দিনের সঙ্গে তাঁর ছোট ভাই শাহীন ও তুহিনের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শাহীন ও তুহিন বাঁশ দিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী নাজমা আক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাজমা আক্তারের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান আজকের পত্রিকাকে বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে দেবরদের লাঠির আঘাতে ভাবির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক