হোম > অপরাধ > খুলনা

লোহাগড়ায় গাছ কাটা নিয়ে বাগ্‌বিতণ্ডা, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে বাবুল শেখ (৫৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার হান্দলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল শেখ ওই গ্রামের আফজাল শেখের ছেলে। চাচাতো ভাই রিপন শেখ তাঁকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রিপন শেখ ও তাঁর লোকজন বাবুল শেখের জমি থেকে তালগাছ কাটতে থাকেন। খবর পেয়ে বাবুল শেখ সেখানে গেলে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিপনের হাতে থাকা দেশীয় অস্ত্রের (পাট কাটার হাঁসো) কোপে বাবুল গুরুতর জখম হন। স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে রিপন শেখ পলাতক রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১