হোম > অপরাধ > খুলনা

খুলনায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি

খুলনায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশে দেওয়া হয়। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যশোরের বাগ আচড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে সুজন কবীর (২৭) ও একই এলাকার মো. আনসার আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮)। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২১ মে রাতে খানজাহান আলী থানার সিটি টোল প্লাজার সামনে দিয়ে দ্রুতগতির একটি গাড়ি চেকপোস্ট অতিক্রম করছিল। এ সময় পুলিশ গাড়িটির গতিরোধ করে। তাঁদের আচরণ সন্দেহজনক হলে গাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির ইঞ্জিনের পাশে বিশেষভাবে তৈরি করা বাক্সের মধ্য থেকে ২৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে ওই দিন রাতে টিএসআই মো. খায়রুজ্জামান বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৯। একই বছরের ১৭ আগস্ট এসআই বিপ্লব কান্তি দাস ওই দুজনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ৭ জন সাক্ষ্য দিয়েছেন। 

রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক