যশোরের গোগা সীমান্তপথে ভারতে পাচারকালে ১৬টি স্বর্ণের বারসহ জনি ইসলাম (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ বুধবার সকালে ২১ ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা স্বর্ণের বারসহ তাঁকে আটক করেন।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি, সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে। সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাঁকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে একটি ব্যাগের মধ্য থেকে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার পাওয়া যায়, যার বাজারমূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।’