হোম > অপরাধ > খুলনা

ঘুমানোর সময় খেলতে যাওয়া মাদ্রাসা ছাত্রকে শতাধিক বেত্রাঘাত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ঘুমানোর সময় খেলতে যাওয়ায় স্থানীয় একটি মাদ্রাসার এক ছাত্রকে (১৮) শতাধিক বেত্রাঘাত করেছেন শিক্ষক মোহতামিম। এ ঘটনায় আহত ছাত্রকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছেন তাঁর বাবা।

গতকাল রোববার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের সামছুল উলুম কওমী মাদ্রাসা এ ঘটনা ঘটে।

আহত ছাত্রের বাবা জানান, ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র তাঁর ছেলে। রোববার দুপুরে মাদ্রাসায় পড়া শেষে ১ ঘণ্টা ঘুমের জন্য বিরতি দেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় তাঁর ছেলে ঘুমিয়ে না পড়ে পাশের একটি মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে যায়। খেলা শেষে ফিরে আসলে তাঁকে অফিস কক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে শতাধিক বেতের আঘাত করা হয়। আহত অবস্থায় তাঁকে রাত ১০ টার দিকে হাসপাতালে ভর্তি করেন তিনি। তাঁর পিটে, পায়ে ও হাতে শতাধিক বেতের আঘাতের দাগ রয়েছে বলে জানান তিনি।

এ বিষয় মাদ্রাসার শিক্ষক নায়েবে মোহতামিম ওয়েজ আহম্মেদ বলেন, ‘ছেলেদের ঘুমের জন্য ১ ঘণ্টা বিরতি দেওয়া হয়। কিন্তু ছেলেটি ঘুমিয়ে না পড়ে মোবাইলে গেম খেলছিল। সংবাদ পেয়ে তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে মারপিট করেছি। তবে মারপিট একটু বেশি হয়ে গেছে। তার জন্য বাবা-মা ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমি ভুল স্বীকার করেছি।’

সামসুল উলুম কওমী মাদ্রাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম জানান, সভাপতি খুলনাতে রয়েছেন। আসার পর জরুরি সভা করে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয় পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, শুনেছি মাদ্রাসার ছাত্রকে মারপিট করে আহত করেছেন শিক্ষক। ছাত্রের অভিভাবক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি