হোম > অপরাধ > খুলনা

খাসজমিতে গাঁজা চাষ, চাষি গ্রেপ্তার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে আটটি গাঁজাগাছসহ মো. নিয়ামত বিশ্বাস (৬৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে শ্রীপুর থানা-পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নিয়ামত বিশ্বাস উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছী গ্রামের আফিল উদ্দিন বিশ্বাসের (মৃত) ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন রাতে শ্রীপুর থানাধীন দারিয়াপুর বাজারে টহল ডিউটি চলাকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালিত হয়। উপজেলার গোয়ালদাহ স্ট্যান্ড থেকে ১০০ গজ পশ্চিমে ওয়াপদা টু লাঙ্গলবাঁধ সড়কের পাশে গাঁজাগাছ চাষ ও পরিচর্যা করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এসআই আজম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি জমি থেকে আটটি গাঁজাগাছ জব্দ করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, ওয়াপদা টু লাঙ্গলবাঁধ সড়কের পাশের ওই জমিতে রোপণ করা ঘাসের মধ্যে গাঁজাগাছের চাষ করে আসছিলেন ওই চাষি। চার থেকে পাঁচ মাস আগে ওই জমিতে গাঁজার চারা রোপণ করেছিলেন তিনি। তিনি পেশাদার গাঁজাচাষি। উদ্ধার আটটি গাঁজাগাছের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। ওজন ১০ কেজি ৪০০ গ্রাম, যার আনুমানিক মূল্য ৯৩ হাজার ৬০০ টাকা। 

শ্রীপুর থানার ওসি শুকদেব রায় জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার