যশোরের অভয়নগর উপজেলায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি স্থানীয় মেম্বারসহ একটি পক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা অবস্থায় ভুক্তভোগী নারীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার অভয়নগর থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।
অভিযুক্ত ব্যক্তির নাম হাই শেখ (৪০)। তিনি ওই এলাকার সোনা মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে ওই নারীকে হাই উত্ত্যক্ত করে আসছিলেন বলে জানা যায়।
ভুক্তভোগী নারী বলেন, ‘গত ৩১ মে আমার স্বামী কাজের উদ্দেশ্যে ঢাকায় যায়। সে কারণে আমি বাড়িতে একা থাকি। এই সুযোগে গত ১২ জুন গভীর রাতে ওই এলাকার হাই কৌশলে আমার ঘরের দরজার খিল খুলে ভেতরে প্রবেশ করে ধর্ষণের উদ্দেশ্যে আমাকে জাপটে ধরে। আমি ভয়ে চিৎকার করলে স্থানীয় মানুষ এগিয়ে এলে হাই দৌড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় মেম্বার মীমাংসার কথা বলে টালবাহানা করতে থাকে। আমি নিরুপায় হয়ে গত ২৪ জুন থানায় অভিযোগ দেওয়ার কথা বললে হাইসহ পাঁচজন মিলে আমাকেসহ আমার ভাই ও বৃদ্ধা মাকে বেধড়ক মারধর করে। এরপর আমি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হই। পরে গতকাল শনিবার (২৫ জুন) অভয়নগর থানায় অভিযোগ করেছি। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে পাথালিয়া ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার নাদিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি শান্তিপ্রিয় মানুষ। আমি চাই বিষয়টি মীমাংসা করে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। এ ছাড়া আমি আর কী করতে পারি?’
এ বিষয়ে পাথালিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সামছুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’