হোম > অপরাধ > খুলনা

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকাকে মারধর, থানায় গিয়ে দোষ স্বীকার যুবলীগ নেতার

ছেলেকে বকাঝকা করার কারণে যশোরের মনিরামপুরে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকাকে মারপিট করার অভিযোগ উঠেছে মিজানুর রহমান নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মিজানুরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষিকা। এরপর থানায় গিয়ে ধরা দিয়েছেন অভিযুক্ত যুবলীগ নেতা। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে থানায় আত্মসমর্পণ করে ভুল স্বীকার করেন মিজানুর রহমান।

মিজানুর রহমান মনিরামপুর পৌরশহরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুবকর মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মিজানুর রহমানকে আমরা আটক করেছি। তিনি আমাদের হেফাজতে আছেন। তিনি নিজের ভুল স্বীকার করেছেন।’

মামলা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, মিজানুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। গত মঙ্গলবার দুষ্টামি করায় শিক্ষিকা ছালিমা আক্তার ওই ছাত্রকে শাসন করেন। এরপর রাকিবুল বাড়িতে গিয়ে কান্নাকাটি করে। তখন বিদ্যালয়ে এসে শিক্ষিকা ছালিমা আক্তারকে মারপিট করেন রাকিবুলের বাবা যুবলীগ নেতা মিজানুর রহমান। শিক্ষিকাকে চুল ধরে টেনেহিঁচড়ে বিদ্যালয়ের মাঠে নিয়ে যান মিজানুর। তখন অন্য শিক্ষকেরা এসে তাঁকে থামান। 

মারপিটের শিকার শিক্ষিকা ছালিমা আক্তার বলেন, ‘রাকিবুলের বাড়ি বিদ্যালয়ের পাশে। শাসন করায় সে বাড়িতে গিয়ে নালিশ করে। তখন ওই শিক্ষার্থীর বাবা-মাসহ বাড়ির লোকজন স্কুলে ছুটে আসে। এ সময় আমি একটি কক্ষে দায়িত্বরত ছিলাম। মিজান এসে শিক্ষার্থীদের সামনে আমাকে কিলঘুষি মারতে থাকে। পরে চুল ধরে টেনে মাঠে নিয়ে যায়।’

শিক্ষিকা বলেন, ‘মিজানের হাত থেকে ছাড়া পেয়ে আমি মনিরামপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। পরে এসে থানায় মামলা দিয়েছি।’

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আলী বলেন, ‘স্কুলের বেসিন ধরায় রাকিবুলকে “বাপ” তুলে কথা বলেন শিক্ষিকা ছালিমা আক্তার। এরপর রাকিবুল বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার বাবা এসে শিক্ষিকাকে মারপিট করেন। শিক্ষিকা ও মিজানুরের বাড়ি পাশাপাশি।’

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি