সাতক্ষীরার দেবহাটায় স্ত্রীর বিরুদ্ধে ঘুমন্ত স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পারুলিয়া ইউনিয়নের শাহজাহান পুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম রাশেদুল মোড়ল (৩২)। তাঁর স্ত্রী আসমা খাতুন ও ভাগনে আমির হোসেনের বিরুদ্ধে তাঁকে হত্যা চেষ্টা অভিযোগ উঠেছে। রাশেদুল মোড়ল ওই গ্রামের আওলাদ আলীর ছেলে। বর্তমানে তিনি সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রাশেদুল মোড়লের মেজ ভাই রিয়াজুল ইসলাম জানান, তাঁদের বড় বোন আনোয়ারা খাতুনের বাড়িও একই গ্রামে। দীর্ঘদিন ধরে রাশেদুল মোড়লের স্ত্রী আসমা খাতুনের (২৫) সঙ্গে বড় বোনের ছেলে আমির আলীর (২৪) সম্পর্কের গুঞ্জন শুনছিলেন তাঁরা। সোমবার রাত আড়াইটার দিকে ছোট ভাই রাশেদুলের ঘর থেকে চাপা চিৎকার শুনতে পান তাঁরা। তাঁরা ছুটে রাশেদুলের ঘরের দিকে গেলে ভাগনে আমির আলীকে দৌড়ে পালাতে দেখেন। আর রাশেদুল ঘরের মধ্যে গোঙাচ্ছিলেন।
রাশেদুলকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রিয়াজুল আরও বলেন, রাশেদুল ঘুমিয়ে পড়লে তাঁর স্ত্রী আসমার সহায়তায় ভাগনে আমির আলি ওই ঘরে প্রবেশ করেন। আসমা রাশেদুলের দুই পা চেপে ধরেন এবং আমির আলী মুখে বালিশ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে রাশেদুল তাঁদের জানিয়েছেন।
রাশেদুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।