হোম > অপরাধ > খুলনা

নড়াইলে মাছের ঘের দখল নিয়ে দ্বন্দ্বে কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। 

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল মোল্যা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত হক মিয়ার ছেলে। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কৃষ্ণপুর গ্রামের মালেক মোল্যার ছেলে নফু মোল্যার সঙ্গে একই গ্রামের আনোয়ার ফকিরের ছেলে প্রিন্স ফকিরের চাঁচুড়ী বিলে একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত এক বছর ধরে দ্বন্দ্বের জেরে একাধিক হামলা-পাল্টা হামলা হয়। বিবদমান দুই পক্ষের মধ্যে চারটি মামলাও চলমান রয়েছে। 

গতকাল শনিবার বিকেল থেকে ওই মাছের ঘের দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। আজ রোববার সকালে প্রিন্স ফকিরের লোকেরা ওই ঘেরে গেলে নফু মোল্যার লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে নফু মোল্যার সমর্থক ইসরাফিল মোল্যা গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ইসরাফিলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। 

নড়াইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) সুজল বকসি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ইসরাফিল মোল্যাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। 

ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ইসরাফিল হত্যার ঘটনায় জড়িতদের আটকে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি