হোম > অপরাধ > খুলনা

ধানখেত থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

যশোরের মনিরামপুরে আমন ধানখেত থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এর আগে আজ সকাল ১০টার দিকে মরদেহটি দেখতে পান খেতের মালিক। 

থানা-পুলিশ উপজেলার চালকিডাঙা সিটিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পূর্বপাশের গোলাম হোসেন গাজীর খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় গামছা প্যাঁচানো ও বাম পায়ের হাঁটুর একটু ওপর থেকে নিচ পর্যন্ত অংশ নেই। পরনে নীল রঙের জিনসের প্যান্ট রয়েছে। মুখ পচে গলে যাওয়ায় ওই যুবককে কেউ চিনতে পারছেন না। তাই লাশের নাম পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, মরদেহ দেখে মনে হচ্ছে ৫-৭ দিন আগে ওই যুবককে কেউ শ্বাসরোধে হত্যা করে ধান খেতে ফেলে গেছেন। 

ধান খেতের মালিক গোলাম হোসেন বলেন, আজ সকাল ১০টার দিকে ধান খেতের পাশের আরেকটি জমিতে সবজি (ঢ্যাঁড়স) তুলতে আসি। হঠাৎ ধান খেতে চোখ যায়। কিছু ধান নিচু করা দেখে এগিয়ে যাই। দেখি মানুষের লাশ পড়ে আছে। তখন ভয়ে চিৎকার দিলে মাঠে থাকা অন্য কৃষকেরা এগিয়ে আসেন। 

মনিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ওয়াহেদুজ্জামান বলেন, মরদেহ পচে গলে যাওয়ায় তাঁকে চেনা যাচ্ছে না। ঘটনাটি ৫-৬ দিন আগে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 
 
ওয়াহেদুজ্জামান আরও বলেন, ওই যুবকের পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহের খোঁজে বা পরিচয় নিয়ে এখনো কেউ আসেননি।

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি