হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

অপহরণকৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের করকরি নদীসংলগ্ন মাল্লাখালী এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন, বাগেরহাটের মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার ব্যক্তিদের সুন্দরবনকেন্দ্রিক দুর্ধর্ষ ডাকাত করিম শরিফ বাহিনী অপহরণ করেছিল।

এ বিষয়ে দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন, ‘সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর আস্তানায় অপহৃত ছয়জন নারীসহ ৩৩ জেলেকে পাওয়া গেছে। ওই এলাকা থেকে ১৬টি নৌকা জব্দ করা হয়। গতকাল বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে বনের মধ্যে পালিয়ে যায়।’

উদ্ধার জেলেদের বরাত দিয়ে সিয়ামুল হক বলেন, ‘জেলেরা বুধবার সকালে মাছ ও কাঁকড়া ধরার জন্য খুলনার কয়রা থেকে সুন্দরবনের উদ্দেশে রওনা করেন। পরে ডাকাত করিম শরীফ বাহিনী তাঁদের জিম্মি করে প্রতিজনের কাছ থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়।’

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা সিয়ামুল হক বলেন, ‘উদ্ধার জেলেদের কয়রা স্টেশনে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। তাঁরা সবাই সুস্থ আছেন। এসব জেলেকে নৌকাসহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা