হোম > অপরাধ > খুলনা

স্থলবন্দরে ট্যাক্স জালিয়াতি, ৫ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দরে ৫০০ টাকা মূল্যের ভ্রমণ কর ও বন্দরের ৫৩ টাকা করের (ট্যাক্স) কপি জালিয়াতির ঘটনায় পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বন্দরের নিরাপত্তা কর্মীরা। আজ শুক্রবার ভারতে প্রবেশের সময় বন্দরের টার্মিনাল থেকে তাঁদের আটক করা হয়। 

বন্দরের নিরাপত্তা সুপারভাইজার হানিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ ভারতীয় নাগরিক চেকপোস্টে পৌঁছে তাদের পূর্বপরিচিত এক যুবককে ভ্রমণ ও বন্দর ট্যাক্স কাটতে পাসপোর্ট ও টাকা দেয়। তারা পাসপোর্ট ও ট্যাক্স কপি নিয়ে ভারত যাওয়ার জন্য টার্মিনালে গেলে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। পরে সোনালী ব্যাংক ও বন্দরের কর্মীরা ট্যাক্সের কপি পরীক্ষা–নিরীক্ষা করলে জালিয়াতি ধরা পড়ে। এ ঘটনায় পাঁচ ভারতীয় নাগরিককে আইনি ব্যবস্থার জন্য আটক করা হয়।’ 

ভারতীয় পাসপোর্ট যাত্রী বিশ্বনাথ জানান, তারা ভারতীয় বিভিন্ন পণ্য এনে চেকপোস্টে জীবন নামে এক যুবকের দোকানে বিক্রি করেন। ওই দোকানদার যুবককে তারা আটটি পাসপোর্ট দিয়ে ভ্রমণ ও বন্দর ট্যাক্স কাটতে বলেন। তবে জীবন জাল ট্যাক্স দেওয়ায় বন্দর কর্তৃপক্ষ তাদের আটক করে মামলা দেয়। 

অভিযুক্ত দোকানদার জীবন দাস জানান, তিনি তাদের কাছ থেকে ভারতীয় পণ্য কেনা-বেচা করেন।’ তবে ট্যাক্স জালিয়াতির ঘটনার সঙ্গে তার কোন সম্পর্ক নেই। 

বেনাপোল সোনালী ব্যাংকের (ক্যাশ) সিনিয়র কর্মকর্তা আক্তারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ট্যাক্স জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছে।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার