হোম > অপরাধ > খুলনা

যশোরে শিশুকে ‘হত্যার’ পর বাবার ‘আত্মহত্যা’

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় ১১ মাস বয়সী শিশু সন্তানসহ এক প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর ওপর অভিমান করে শিশু সন্তানকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে উপজেলার শরীফপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া এ সব তথ্য নিশ্চিত করেন।

শিশুটির নাম আইমান রহমান এবং সৌদি আরব ফেরত ওই যুবকের নাম ইমামুল হোসেন (২৪)।  ইমামুল হোসেন উপজেলার শরীফপুর গ্রামের পশ্চিমপাড়ার আমজাদ হোসেনের ছেলে। 

ইমামুল হোসেনের বড় ভাই আলতাফ হোসেন বলেন, ‘রোববার বেলা ১১টার দিকে ইমামুলের স্ত্রী মমতাজ বাড়ি যেতে চান। তবে সোমবার যাওয়ার কথা বলেন ইমামুল। একপর্যায়ে সন্তানকে রেখে চলে যান মমতাজ। এতে স্ত্রীর ওপর অভিমান করে পরে রাত ১২টার দিকে দাদির কাছ থেকে শিশুসন্তান আয়মানকে নিজের কাছে এনে শ্বাসরোধ করে হত্যার পর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমামুল।’ 

স্থানীয় ইউপি সদস্য শাহাজান আলী বলেন, ৭ বছর ধরে সৌদি আরব থাকতেন ইমামুল। মাস ৬ আগে বাড়িতে বেড়াতে আসেন।  দু-এক দিন পর ফেরত যাওয়ার কথা ছিল। পরিবারের অমতে বড় ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করেন ইমামুল।

মরদেহ উদ্ধারকারী উপপরিদর্শক (এসআই) মো. মোকলেছুজ্জামান বলেন, শিশুটির গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন ইমামুল।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, এ ঘটনায় একটি হত্যা ও একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক