হোম > অপরাধ > খুলনা

টাকাসহ আটক বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

বেনাপোল প্রতিনিধি

যশোর বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ আটক বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া।

বরখাস্ত হওয়া কাস্টমস কর্মকর্তা টাঙ্গাইলের বাসিন্দা। তিনি বেনাপোল কাস্টম হাউসে কর্মরত ছিলেন।

এ বিষয়ে সাধারণ ব্যবসায়ীরা জানান, বেনাপোল কাস্টমসে ঘুষ ছাড়া কোনো ফাইল কাস্টমস কর্মকর্তারা ছাড়েন না। কেউ ঘুষ দিতে অপারগতা প্রকাশ করলে দিনের পর দিন ফাইল আটকে রাখা হয়। নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও ঘুষ বাণিজ্য বেড়ে যাওয়ায় গত ১১ বছর ধরে বেনাপোল কাস্টমস হাউস থেকে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ হচ্ছে না। এবার টাকা আটকের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। 

যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, তাঁদের কাস্টমস কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে ২৩ লাখ টাকাসহ আটক করা হয়েছে। তদন্তের সার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এরই মধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত শুক্রবার বেনাপোল কাস্টমস থেকে রওনা দিয়ে যশোর থেকে বিমানে করে ঢাকায় যাওয়ার পথে সরকারের বিশেষ একটি গোয়েন্দা সংস্থা খন্দকার মুকুলের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২৩ লাখ টাকা উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদে সঙ্গে থাকা টাকার কোনো বৈধতা দেখাতে না পারায় তাঁকে আটক করা হয়েছে। পরে আইনি ব্যবস্থা নিতে গতকাল শনিবার বিকেলে বেনাপোল কাস্টমস হাউসে তাঁকে সোপর্দ করা হয়।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক