হোম > অপরাধ > খুলনা

শৈলকুপায় পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনার পর পুত্রবধূ সেলিনা খাতুন পালিয়ে যান। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার বাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের মৃত আবুল কাশেম শেখের স্ত্রী লাল মতি (৬৫)। 

শৈলকুপার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, শুক্রবার দুপুরে সংসারের কাজ কর্ম নিয়ে ছেলে আবু বকরের স্ত্রী সেলিনা খাতুনের সঙ্গে শাশুড়ির ঝগড়া হয়। এ সময় পুত্রবধূ শাশুড়ির হাতে লাঠি দিয়ে আঘাত করেন। এতে লালমতি অসুস্থ হয়ে পড়েন। পরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে মারা যান তিনি। অবস্থা বেগতিক দেখে পুত্রবধূ সেলিনা খাতুন মরদেহ রেখে পথের মাঝ থেকেই পালিয়ে যান। 

তদন্ত কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতের পর হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। 

এ দিকে নিহতের ভাই একই গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘আমার বোনকে পরিকল্পিতভাবে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়েছে।’ 

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। আমরা একটি ইউডি মামলা করেছি। লাশ পোস্ট মোর্টেমের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার