হোম > অপরাধ > খুলনা

রামগড়ে এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টায় রামগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পরিত্যক্ত রাইস টনিক (মদ ফ্যাক্টরি) থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে রামগড় থানা-পুলিশ। 

মৃত নারী রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বল্টু রাম গ্রামের মো. নুরুল আলমের স্ত্রী বিবি খাদিজা (৫৫)। 

খাদিজার বড় ছেলে কাঠ মিস্ত্রি নুরুল ইসলাম জানান, গত বুধবার রাতে খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তাঁর মাকে খুঁজে না পেয়ে সারা দিন আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে গত বৃহস্পতিবার রামগড় থানায় জিডি করেন। স্থানীয় ভাবে খোঁজার একপর্যায়ে আজ রোববার ১০টায় মরদেহের দুর্গন্ধ পান। সেই সূত্রধরে পরিত্যক্ত একটি রুমে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে রামগড় থানা-পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রামগড় থানায় মামলা প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি। 

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা