হোম > অপরাধ > খুলনা

বেনাপোলে বোমা হামলায় মা ও ছেলে আহত

প্রতিনিধি, শার্শা (যশোর)

বেনাপোলে অর্থনৈতিক লেনদেনের জের ধরে প্রতিপক্ষের বোমা হামলায় মা ও ছেলে আহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। 
 
আহতরা হলেন, শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের আক্তারুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন (৩৮) ও তাঁর ছেলে দেলোয়ার হোসেন (২১)। 

আহত দেলোয়ার হোসেন জানান, তাঁর সঙ্গে একই গ্রামের লিটন নামে এক যুবকের বিরোধ ছিল। আজ বিকেল সে সাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিল। এ সময় নির্জন জায়গায় লিটনের নেতৃত্বে ৪-৫ জন তাঁকে গতিরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় তাঁর মা তাসলিমা খাতুন খবর পেয়ে বাধা দিতে এলে হামলাকারীরা একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে সে ও তাঁর মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁদের অবস্থার অবনতি হলে রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউজ্জামান বলেন, আহত মা ও ছেলেকে হাসপাতালে পাঠানো হয়েছে। যে হামলা চালিয়েছে সে অনেকটা সন্ত্রাসী প্রকৃতির। 

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, বিষয়টি শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লেনদেনের জেরে এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার