হোম > অপরাধ > খুলনা

ঝিনাইদহে হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের বড় খাজুরা গ্রামে এক যুবককে হত্যার ঘটনায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ আদেশ দেন। 

আদালতের পিপি মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন খাজুরা শেখপাড়া গ্রামের সাইফুল ইসলাম পাভেল, একই গ্রামের আলো মিয়া, খাজুরা জোয়ারদারপাড়ার আসলাম হোসেন, একই গ্রামের ইমরান আলম, সাদ্দাম হোসেন ও রাসেল হোসেন। এঁদের মধ্যে আলো, রাসেল ও পাভেল পলাতক রয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের এপ্রিল মাসের ১৬ তারিখ বিকেলে একটি মোটরসাইকেলে হরিণাকুণ্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের বাড়ি থেকে মোবাইল ফোনে কথা বলে ঝিনাইদহ শহরে গন্ডগোল হচ্ছে বলে বের হয় রহমত উল্লাহ খোকন। পরে আর তিনি বাড়ি ফিরে আসেননি। পরদিন ১৭ এপ্রিল সকালে সদর থানাধীন বড়খাজ্রু গ্রামের একটি বাঁশবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই নিহত রহমত উল্লাহর চাচা আব্দুর রাজ্জাক বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। 

এই মামলার তদন্ত শেষে পুলিশ ৯ জনকে আসামি করে আদালতের চার্জশিট দেয়। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে আদালত সাইফুল ইসলাম পাভেল, আলো মিয়া, আসলাম হোসেন, ইমরান আলম, সাদ্দাম হোসেন ও রাসেল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মামলার বাকি তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা