হোম > অপরাধ > খুলনা

ঝিনাইদহে হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের বড় খাজুরা গ্রামে এক যুবককে হত্যার ঘটনায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ আদেশ দেন। 

আদালতের পিপি মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন খাজুরা শেখপাড়া গ্রামের সাইফুল ইসলাম পাভেল, একই গ্রামের আলো মিয়া, খাজুরা জোয়ারদারপাড়ার আসলাম হোসেন, একই গ্রামের ইমরান আলম, সাদ্দাম হোসেন ও রাসেল হোসেন। এঁদের মধ্যে আলো, রাসেল ও পাভেল পলাতক রয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের এপ্রিল মাসের ১৬ তারিখ বিকেলে একটি মোটরসাইকেলে হরিণাকুণ্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের বাড়ি থেকে মোবাইল ফোনে কথা বলে ঝিনাইদহ শহরে গন্ডগোল হচ্ছে বলে বের হয় রহমত উল্লাহ খোকন। পরে আর তিনি বাড়ি ফিরে আসেননি। পরদিন ১৭ এপ্রিল সকালে সদর থানাধীন বড়খাজ্রু গ্রামের একটি বাঁশবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই নিহত রহমত উল্লাহর চাচা আব্দুর রাজ্জাক বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। 

এই মামলার তদন্ত শেষে পুলিশ ৯ জনকে আসামি করে আদালতের চার্জশিট দেয়। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে আদালত সাইফুল ইসলাম পাভেল, আলো মিয়া, আসলাম হোসেন, ইমরান আলম, সাদ্দাম হোসেন ও রাসেল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মামলার বাকি তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা