হোম > অপরাধ > খুলনা

অর্থ আত্মসাৎ ও প্রতারণার ৩ মামলায় ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু কারাগারে 

যশোর প্রতিনিধি

অর্থ আত্মসাৎ ও প্রতারণার তিন মামলায় ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৭ জানুয়ারি) যশোরের আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। একাধিক অর্থঋণের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি। 

র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। বাপ্পাদিত্য বসু যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার দুলাল চন্দ্র বসুর ছেলে এবং ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি। 

র‍্যাব আরও জানায়, বাপ্পাদিত্য অর্থঋণের তিনটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছেন। মামলার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। 

গ্রেপ্তারের পর র‍্যাব তাঁকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। বুধবার কোতোয়ালি থানা-পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করে। তিন মামলার পলাতক আসামি হিসেবে তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আদালত সূত্র জানিয়েছে, বাপ্পাদিত্য বসু নোয়াখালী, কুমিল্লা ও বরিশালের অর্থঋণ আদালত ও প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি। 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত বাপ্পাদিত্যকে মঙ্গলবার রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব। বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন