হোম > অপরাধ > খুলনা

ভারতে পাচার ২০ শিশু-কিশোর ফিরল বাংলাদেশে

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের শিকার ২০ বাংলাদেশি নারী, শিশু ও কিশোরকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা নারী ও শিশুদের বাড়ি যশোর, ফরিদপুর, সাতক্ষীরা ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়। কাগজপত্রের জটিলতার কারণে তাদের ৪ থেকে ১০ বছর পর্যন্ত ভারতে অবস্থান করতে হয়েছিল।

এদিকে সেসব নারী ও শিশুকে আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি সংগঠন ১৪ জনকে এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ছয়জনকে গ্রহণ করেছে। 

বেনাপোল পোর্ট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে তারা আটক হয়েছিল। তাদের আইনি প্রক্রিয়া শেষে এনজিওর মাধ্যমে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র কর্মকর্তা মুহিত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। আইনি সহায়তা দিতে ভারতীয় মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। পরে দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।’ 

মুহিত হোসেন আরও বলেন, ‘ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে সেটি তাদের দেওয়া হবে।’ 

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক