কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের নাগরিকসহ চারজনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, টেকনাফের জাদিমুরা এলাকার মো. শাহ আলম, মো. আজিজ, মো. হাসান ও মিয়ানমারের মংডু এলাকার মো. ইলিয়াস।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্তরা সবাই কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে টেকনাফ বিজিবি সদস্যরা মাদক পাচারের সময় জাদিমুরা এলাকায় নাফ নদী সীমান্ত থেকে ২০ হাজার ইয়াবাসহ আসামিদের আটক করা হয়। প্রায় ৬ বছর পর আদালত এ রায় প্রদান করেন।