হোম > অপরাধ > খুলনা

লাখ টাকার সঙ্গে গেল জীবনটাও

মনিরামপুরে ছিনতাইকারীদের দেওয়া চেতনানাশক পানে পরিমল বিশ্বাস (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।

পরিমল উপজেলার শ্যামনগর গ্রামের পঞ্চানন বিশ্বাসের ছেলে।

শ্যামনগরের ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ পরিমলের পরিবারের বরাত দিয়ে বলেন, সমাধান নামে একটি এনজিও থেকে নেওয়া ঋণের এক লাখ টাকা শোধ দিতে গেল শনিবার বিকেলে মনিরামপুরের চিনাটোলা বাজার শাখায় আসেন পরিমল। পরদিন রোববার সকালে স্বজনরা তাঁকে অজ্ঞান অবস্থায় চিনাটোলা বাজার থেকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন পরিমল। বৃহস্পতিবার বিকেলে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

মেম্বর ফিরোজ বলেন, কোন কারণে সমাধান অফিসে টাকা জমা দিতে ব্যর্থ হন পরিমল। ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চিনাটোলা বাজারের অদূরে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। টাকা ছিনিয়ে নিতে তাঁরা পরিমলকে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ফেলে। পরের দিন পরিমলকে উদ্ধার করা গেলেও টাকা পাওয়া যায়নি।

মনিরামপুর থানার উপপরিদর্শক জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরে হাসপাতালের মর্গ থেকে স্বজনরা পরিমলের মরদেহ বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনায় মনিরামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার