হোম > অপরাধ > খুলনা

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে সীমান্তের ৮২ নম্বর পিলারের ২ এক্স সাব-পিলারের কাছে তাঁদের গুলি করা হয়।

বিএসএফের গুলিতে নিহত দুজন হলেন দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৭) ও একই এলাকার শরীয়তউল্লাহর ছেলে খাজা মইনুদ্দীন (৩০)।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাতে বাড়াদি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে গরু আনতে যান সাজেদুর ও মইনুদ্দিন। তাঁরা দুজনই গরু ব্যবসায়ী। গোবিন্দপুর বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাজেদুর ও মঈনউদ্দিন সেখানেই নিহত হন।

ইউপি সদস্য আরও বলেন, বিজিবি বিষয়টি জানে। বিজিবির সিইও (অধিনায়ক) এসেছিলেন। পতাকা বৈঠকও হয়েছে। তাঁদের লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে চাইলে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘বিএসএফের গুলিতে দুজন নিহতের ঘটনা মৌখিকভাবে শুনেছি। এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি।’

এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার