হোম > অপরাধ > খুলনা

ডুমুরিয়ায় তাড়া খেয়ে ছিনতাইকারীর মৃত্যু

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া বাসস্ট্যান্ড মোড় থেকে এক নারী এনজিও কর্মীর টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় তাড়া খেয়ে তপন হালদার (৫৫) নামে এক ছিনতাইকারী মারা গেছেন। আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুরে জনতার তাড়া খেয়ে পালানোর সময় তিনি মারা যান। 

ডুমুরিয়া পুলিশ ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, ডুমুরিয়া বাজারে সোনালী ব্যাংক শাখা থেকে সোমবার দুপুরে ‘ইসলামিক রিলিফ বাংলাদেশ’র (এনজিও) কর্মী শিলা মন্ডল সাড়ে ৩৫ হাজার টাকা তোলেন। সেই টাকা ব্যাগে নিয়ে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বাজার দিয়ে হাঁটছিলেন। পথে পূবালী ব্যাংক মোড়ে পৌঁছালে তপন হালদার হঠাৎ তাঁর কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে দৌড়ে খুলনা-সাতক্ষীরা সড়ক পেরিয়ে আরাজী ডুমুরিয়া গ্রামের দিকে পালিয়ে যান। 

এ সময় শিলা মন্ডল দৌড়ে মোড়ে পৌঁছে এক মোটরসাইকেল চালককে অনুরোধ করে দ্রুত ছিনতাইকারীর পিছু নিয়ে আরাজী ডুমুরিয়া-মির্জাপুর মোড় পর্যন্ত খুঁজতে থাকেন। এক সময় ওই ছিনতাইকারীকে ব্যাগ নিয়ে হাঁটতে দেখে তাঁর পিছু নেন। কিন্তু কিছু সময় ধরে খোঁজার পরও ছিনতাইকারীকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই ঘটনার ঘণ্টাখানেক পর ডুমুরিয়া বাসস্ট্যান্ড মোড়ে ‘ছিনতাইকারীর সন্ধান মিলেছে’ এমন খবর পেয়ে ভুক্তভোগী শিলা আবারও আরাজী ডুমুরিয়া গ্রামে যান। সোহরাব গাজীর বাড়ির কাছে পৌঁছে ছিনতাইকারী তপন হালদারকে অচেতন অবস্থায় মুখ দিয়ে ফেনা বের হতে দেখেন। 

এ সময় খবর পেয়ে ডুমুরিয়া পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীকে তুলে নিয়ে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তপনকে মৃত ঘোষণা করেন। এরপর তপনের মরদেহের তল্লাশি চালিয়ে ছিনতাই হওয়া সাড়ে ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। 

এদিকে ঘটনা চলাকালে ডুমুরিয়া মোড় থেকে ছিনতাইকারী চক্রের অপর সদস্য আলতাপ হোসেনকে (৪৩) আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। 

এ প্রসঙ্গে ভুক্তভোগী শিলা মন্ডল বলেন, ‘সোনালী ব্যাংক থেকে ৩৫ হাজার ৫০০ টাকা তুলে যাওয়ার সময় ফল মার্কেট এলাকায় আমার কাছ থেকে হঠাৎ ব্যাগটা টান মেরে নিয়ে পালায়। অনেক খোঁজাখুঁজি শেষে আরাজী ডুমুরিয়া গ্রাম থেকে ছিনতাইকারী তপন হালদারকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর তাঁর কাছ থেকে আমার খোয়া যাওয়া টাকাও উদ্ধার হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শী ডুমুরিয়া ইউপি মেম্বর লুৎফর রহমান মোড়ল বলেন, ‘আমরা ওই নারীর অনুরোধে ছিনতাইকারীকে ধরতে চেষ্টা করতে থাকি। একপর্যায়ে সোহরাব মোড়লের বাড়ির বাথরুমের মধ্য থেকে মৃত অবস্থায় ছিনতাইকারীকে উদ্ধার করেছি।’ 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে ওরা চারজনের একটা ছিনতাইকারী চক্র। জনতার তাড়া খেয়ে পালানোর সময় দৌলতপুর থানার মহেশ্বরপাশা বণিকপাড়া এলাকার নলিনী হালদারের ছেলে (ছিনতাইকারী) তপন হালদার আকস্মিকভাবে মারা গেছে। তার পারিবারিক সূত্রে জানা গেছে, তপন হার্টের রোগী ছিল। এ ঘটনায় শিলা মন্ডলের অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে।’ 

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে