হোম > অপরাধ > খুলনা

তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

খুলনা সংবাদদাতা

খুলনা নগরে বৈদ্যুতিক তার চুরি বেড়েছে। সাম্প্রতিক সময়ে ভিন্ন বাসাবাড়িতে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ পর্যন্ত হয়েছে। তার চুরি করতে গিয়ে আজ শনিবার ভোরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, আজ ভোরে এনায়েত মোল্লা (২৮) নগরীর তেলিগাতি এলাকার নজরুল ইসলামের বাড়িতে বিদ্যুতের তার চুরি করতে যান। এ সময় তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সকালে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় এলাকাবাসী এনায়েতের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

এনায়েত গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের মৃত মোকছেদ মোল্লার ছেলে। তাঁর বিরুদ্ধে বাগেরহাটের রামপাল, গোপালগঞ্জের কাশিয়ানী এবং নগরীর আড়ংঘাটা ও খানজাহান আলীসহ বিভিন্ন থানায় চুরি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। 

এদিকে বিভিন্ন বাসাবাড়িতে বৈদ্যুতিক তার চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে। গত ৪ জানুয়ারি খালিশপুর গোয়ালপাড়া এলাকার বাসিন্দা কাইজার আহমেদের বাসার মিটারের তার কেটে নিয়ে যায় চোরেরা। যার দাম প্রায় ২০ হাজার টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় তিনি খালিশপুর থানায় জিডি করেছেন।

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১